Essay on A Rainy Day in Bengali Language: In this article, we are providing একটি বর্ষার দিন বাংলা অনুচ্ছেদ রচনা for students. Bengali Paragraph on A Rainy Day.
Bengali Essay on "A Rainy Day", "একটি বর্ষার দিন বাংলা অনুচ্ছেদ রচনা" for Class 5, 6, 7, 8, 9 & 10
সেদিন পৃথিবী প্রচণ্ড উত্তপ্ত হয়ে উঠেছিল এবং সূর্য দেন জ্বলছিল। গাছগুলি শুকিয়ে যাচ্ছি এবং পাখীগুলি প্রায় মরণাপন্ন হয়ে উঠেছিল। সকলেই রাতের অপেক্ষা করছিল। কিন্তু হঠাৎ করে এক প্রড কালােমেঘ এসে আকাশটিকে ঘিরে ফেলে। একটু বাদেই বিদ্যুৎ চমকাতে শুরু করে এবং বৃষ্টি পড়তে থাকে। মাটি থেকে একটা সুন্দর সোঁদা গন্ধ বেরুতে থাকে। গাছগুলি যেন আমার প্রাণ ফিরে পায়। বৃষ্টির জলে বাড়ি এবং রাস্তাঘাট গুলি ধুয়ে যায়। জলের মধ্যে মানুষ, গাড়ি এবং বাড়ির প্রতিচ্ছবি পড়ে সেগুলি আরও আকর্ষণীয় হয়ে উঠছিল, মানুষরা বিভিন্ন ধরনের ছাতা মাথা দিয়ে ও বােন ফোট পরে যাচ্ছিল, ফলে একটা অন্যরকম দৃশ্যের সৃষ্টি হয়েছিল। পাখীরা আনন্দে গান গাইতে শুরু করে এবং ময়ূর পাখা মেলে নাচতে। প্রত্যেকেই বৃষ্টির এই আবির্ভাবে খুশি হয়েছিল। বৃষ্টি থামার পর আকাশ নূতন একটা সুন্দর রামধনু দেখা গেছিল।