Essay on A visit to Zoo in Bengali Language: In this article, we are providing চিড়িয়াখানায় ঘুরতে যাওয়া রচনা প্রবন্ধ for students. Bengali essay on a visit to a Zoo in Bengali for Class 5, 6, 7, 8, 9 & 10. গত রবিবার চতুর্দিক প্রচণ্ড কুয়াশাচ্ছন্ন ছিল। আমি এবং আমার বন্ধু সেইদিন চিড়িয়াখানায় গেছিলাম। চিড়িয়াখানার প্রধান গেটের সামনে উপনীত হওয়ার পর দেখলাম যে সেখানে প্রচণ্ড ভীড় হয়ে আছে। কেউ কেউ ভিতরে ঢােকার জন্য টিকিট কাটছিল, কেই কেউ নিজেদের মধ্যে বিভিন্ন রকম গল্প করলেও কেউ কেউ গাছের তলায় আরাম করে দাঁড়িয়ে ছিল। আমরা চিড়িয়াখানার ভেতরে ঢুকে সামনে এক বিশাল ঝিল দেখতে পেলাম, যেখানে হাঁসের মতন বেশ কিছু সুন্দর সুন্দর পাখী চরে বেড়াচ্ছিল। নিস্তরঙ্গ জলের উপর একটি সাদা হাঁস পরামন্দে ঘুরে বেড়াচ্ছিল এবং শােভা বিস্তার করছিল। এর পর যে ঘেরাটোপের মধ্যে পাখীদের বন্দী করে রাখা হয় আমার সেদিকে এগিয়ে গেছিলাম।
Bengali Essay on "A visit to Zoo", "চিড়িয়াখানায় ঘুরতে যাওয়া রচনা প্রবন্ধ" for Class 5, 6, 7, 8, 9 & 10
গত রবিবার চতুর্দিক প্রচণ্ড কুয়াশাচ্ছন্ন ছিল। আমি এবং আমার বন্ধু সেইদিন চিড়িয়াখানায় গেছিলাম। চিড়িয়াখানার প্রধান গেটের সামনে উপনীত হওয়ার পর দেখলাম যে সেখানে প্রচণ্ড ভীড় হয়ে আছে। কেউ কেউ ভিতরে ঢােকার জন্য টিকিট কাটছিল, কেই কেউ নিজেদের মধ্যে বিভিন্ন রকম গল্প করলেও কেউ কেউ গাছের তলায় আরাম করে দাঁড়িয়ে ছিল।এই চিড়িয়াখানাটির আয়তন বিশাল তাই এর সম্পর্কে বা সমস্ত রকম খোঁচার সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়া অসম্ভব। সম্পূর্ণ চিড়িয়াখানা ঘােড়ার পর আমরা চিড়িয়াখানার ঠাণ্ডা এবং সুন্দর বাগানে বসে কিছুক্ষণ আরাম করে নিয়েছিলাম। চতুর্দিকে ফুলের গন্ধ মম্ করছিল। আমরা সেখানে বসেই কিছু খাদ্য এবং পানীয় খাওয়ার পর, নিজেদেরকে আরােও সতেজ লাগছিল। তারপর সন্ধ্যা নেমে আসে, সূর্য তখন প্রায় অস্তের পথে। অন্যান্য দর্শকদের মতন আমরাও চিড়িয়াখানা থেকে বেরিয়ে পড়েছিলাম। আমরা বাসে ওঠার পরেও আমি বাস থেকেই চিড়িয়াখানাটির দিকে তাকিয়ে থাকি, এর একদিকে লাল কেল্লার প্রাচীন প্রাচীর এর শ্রী দ্বিগুণ করে তুলেছে। চিড়িয়াখানা ঘুরতে যাওয়ার এই রােমাঞ্চকর অভিজ্ঞতা আমি কোন দিন ভুলব না।
COMMENTS