Essay on When i missed the School Bus in Bengali Language: In this article, we are providing যখন আমি স্কুল বাস ধরতে পারি না প্রবন্ধ for students. When i missed the School Bus Essay in Bengali.
Bengali Essay on "When i missed the School Bus", "যখন আমি স্কুল বাস ধরতে পারি না প্রবন্ধ" for Class 5, 6, 7, 8, 9 & 10
সেটা ছিল শনিবার। আমি আগের দিন রাত্রি ১১.৩০টা থেকে ১.৩০ পর্যন্ত টিভিতে সিনেমা দেখে রাত্রি ২টোর পর শুতে গেছিলাম। পরের দিন সকালে আমার মা প্রাতরাশ তৈরি করে স্নান করতে চলে গেছিলেন। তিনি মনে করেছিলেন আমি নিজের ঘরে তৈরি হচ্ছি। কিন্তু বেরনাের সময় যখন তিনি দেখলেন যে, আমি ঘুমাচ্ছি তখন তিনি অবাক হয়ে যান। তিনি খুব কষ্ট করে আমাকে ঘুম থেকে তােলেন। আমি খুব শীঘ্র প্রস্তুত হয়ে বাস স্টপের দিকে ছুটতে থাকি। সেখানে পৌছে অপেক্ষারত কোন ছাত্রের দেখা পাই না। আমি একবারে লােকাল বাসে করে স্কুলে যাওয়ার সিদ্ধান্ত নিই কিন্তু সেই বাসগুলিতে প্রচণ্ড ভিড় ছিল এবং কিছু যাত্রী ঝুলতে ঝুলতে যাচ্ছিলেন। এই ভিড় বাস ধরে তার ভেতর পর্যন্ত যাওয়া খুবই কষ্টকর ছিল। কিন্তু তবুও বাস দাঁড়ানাের পর আমি কোন মতে বাসের মধ্যে উঠে পড়ি। ড্রাইভার ছিলেন খুব ভালাে মানুষ আমি একটা কোণায় দাঁড়াবার জন্য আর্জি জানালে তিনি কোন রকম বাধা দেন নি। কন্ডাক্টর আমাকে টিকিট কাটার কথা বললে আমি অন্য যাত্রীর সাহায্যে তাকে দু টাকার একটা একটা নােট দিই। সেই নােটটি যাত্রীদের হাতে হাতে বাস কন্ডাক্টরের হাতে পৌছি গেছিল। তিনিও এই একই পন্থায় একটা টিকিট এবং পঞ্চাশ পয়সা আমাকে ফেরত দিয়েছিলেন। প্রত্যেক স্টপ থেকে নূতন নূতন যাত্রী বাসে উঠছিলেন, ফলে আমি খুব বাজে ভাবে আটকে পড়ছিলাম। শেষ পর্যন্ত আমার গ্য আসে এবং আমি কোন মতে নেমে পড়ি। এই বাস স্টপের থেকে আমার স্কুল প্রায় আধ কিলােমিটার দূরে অবস্থিত। আমি যত দ্রুত সম্ভব দৌড়ে স্কুলে পৌছানাের চেষ্টা করেছিলাম কিন্তু ততক্ষণে প্রার্থনা শুরু হয়ে গেছিল। দেরীতে পৌছানাে ছাত্রদের সারিতে আমি দাঁড়িয়ে পড়েছিলাম। আমি শিক্ষকের কাছে সৎ ভাবে সমস্ত কথা স্বীকার করেছিলাম এবং গভীর রাতের সিনেমাই আমার দেরীর জন্য দায়ী, তা তিনি বুঝতে পেরে আমাকে ক্লাস করার অনুমতি দিয়েছিলেন। আমি আর কখনও গভীর রাত পর্যন্ত জাগব না বলে সিদ্ধান্ত করেছিলাম। সেদিন স্নান করতে না পারার জন্য সারাক্ষণ আমার গা চুলকে ছিল এবং একটা ঘুম ঘুম ভাব অনুভব করছিলাম।
0 comments: