Letter to Younger Brother Advising Him to Study in Bengali ছোট ভাইয়ের কাছে তাঁকে পড়াশোনার পরামর্শ দিচ্ছেন চিঠি

Admin
0
Letter to Your Younger Brother Advising Him to Study in Bengali Language : In thir letter we are providing ছোট ভাইয়ের কাছে তাঁকে পড়াশোনার পরামর্শ দিচ্ছেন চিঠি. তােমার ভাই পড়াশােনায় অবহেলা করে, তাকে সতর্ক করে এবং পরিশ্রমী হওয়ার পরামর্শ দিয়ে একটা চিঠি লেখ. Bengali Letter to Your Younger Brother Advising Him to Study.

Letter to Your Younger Brother Advising Him to Study in Bengali ছোট ভাইয়ের কাছে তাঁকে পড়াশোনার পরামর্শ দিচ্ছেন চিঠি

১/১১ রেলওয়ে কোয়াটারস
লােদী রােড।
নূতন দিল্লী-১১০০০৩
সেপ্টেম্বর ৫, ২০০...
প্রিয় সুদর্শন,
আশাকরি এই চিঠি যখন তােমার কাছে পৌছাবে তখন তুমি কুশলেই থাকবে।
সম্প্রতি তােমাদের প্রধান শিক্ষক আমাকে একটা চিঠি পাঠিয়েছেন, জানতে পারলাম তুমি পড়াশােনার ব্যাপারে খুবই অমনযােগী। এটা যে কতটা সত্য তা বােঝানাের জন্য তিনি অর্ধবার্ষিকী পরক্ষিার রেজাল্টও পাঠিয়েছেন। আমি এই নিম্নমানের রেজাল্টটা দেখে খুবই দুঃখ পেলাম। প্রত্যেক বিষয়তেই তুমি খুব খারাপ নম্বর পেয়েছে।
তুমি গত তিন বছর ধরে ডিএভি কলেজে পড়াশােনা করছে কিন্তু এখনও পর্যন্ত তুমি একটা পরীক্ষাতেও ভালাে ফল করতে সক্ষম হও নি। তুমি জাননা যে এটা মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সময়। এই সময়তেই মানুষ তার জীবন গড়ে তােলে। এই সময় হাত থেকে বেরিয়ে গেলে সারা জীবন আপশােস করতে হবে।
আমি তােমাকে পড়াশােনার ব্যাপারে আগ্রহী হওয়ার জন্য অনুরােধ করছি। এখানে সেখানে ঘুরে বেড়িওনা। নিজের মূল্যবান সময় এইভাবে নষ্ট কর না। খারাপ বন্ধুদের সঙ্গ তােমার চরিত্র এবং পড়াশােনা দুটিকেই নষ্ট করবে।
একটা ভালাে কলেজে ভর্তি হওয়ারহ জন্য প্রচুর নম্বর প্রয়ােজন। যদি তুমি কঠোর পরিশ্রম কর তবে তা অবশ্যই পেতে পার। সুতরাং সম্পূর্ণ মননানিবেশ করে পড়াশােনা করার চেষ্টা কর। এর ফল তুমি ভবিষ্যৎএ পাবে।
আশাকরি এই চিঠি পাওয়ার পর তুমি মন দিজয়ে পড়াশােনা করবে। পরবর্তী সময়ে তােমার ভালাে রেজাল্টের আশায় রইলাম।
ইতি
তােমার দাদা এলস
এস ভাকরি

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !