Leave Application in Bengali Language : In this letter we are providing ছুটির জন্য আবেদন পত্র. Leave Application in Bengali Language.
Leave Application in Bengali ছুটির জন্য আবেদন পত্র
২৫শে অক্টোবর, ২০০...
প্রধান শিক্ষক মহাশয়ের সমীপেষু
দিল্লী পাবলিক স্কুল
নূতন দিল্লী-১১০০০৩
মহাশয়,
আপনি জেনে খুশী হবেন যে, জাপান সরকার কর্তৃক উপস্থাপিত এশিয়ান। আর্ট কমিপিটিশানে আপনার স্কুলের দশম শ্রেণীর গ-বিভাগের ছাত্র দ্বিতীয় স্থান লাভ করেছে। ২০০... সালের ৬ই ডিসেম্বর টোকিওতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আছে। নূতন দিল্লীতে অবস্থিত জাপানি দূতাবাসের থেকে আমার প্লেনের টিকিট করে দেওয়া হয়েছে। এই কারণে আমি ৫ই ডিসেম্বর থেকে ১০ই ডিসেম্বর পর্যন্ত ছয় দিনের ছুটি চাই। আপনি ছুটি মঞ্জুর করলে আমি এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হতে পারি। আমি নিশ্চিত যে এই অনুষ্ঠানে আমার উপস্থিতি আমাদের স্কুলের নাম আরও উজ্জ্বল করবে।
ধন্যবাদের সহিত
আপনার একান্ত অনুগত
অঙ্কুর পাল
Manage your organization. Smart Software Ltd provides leave management software.
ReplyDeleteClick the link
https://www.smartsoftware.com.bd/Human-resource-management