Letter to Father asking for money in Bengali Language: In this article er are providing বই কেনার টাকা চেয়ে বাবার কাছে চিঠি. টাকা চাহিয়া পিতার নিকট পত্র. শ্রীচরণেষু বাবা, আশাকরি এই চিঠি যখন তােমার কাছে পৌছাবে তখন, সব কুশলে থাকবে। আমি সম্পূর্ণ মনযােগের সহিত পড়া লেখা করছি। আমাদের স্কুলে এখন পুরাে দমে পড়াশােনা চলছে। প্রত্যেক শিক্ষক প্রচুর গৃহের কাজ দেন এবং প্রতিদিন দেখেন। আমাদের শিক্ষকগণ কিছু বই কিনতে বলেছেন। আমাদের ইংরাজীর শিক্ষক একটি অক্সফোর্ড ডিকশনারি এবং একটা কমপােজিশান বই কিনতে বলেছেন। আমি সম্প্রতি নির্গত কলেজ প্রবন্ধের উপরেও একটা বই কিনব বলে ঠিক করেছি। আমাদের ইতিহাস ও ভূগােলের শিক্ষক একটি করে মানচিত্রের বই এবং একটি ভারতের বড় মানচিত্র কিনতে বলেছে।
Letter to Father asking for money in Bengali Language: In this article er are providing বই কেনার টাকা চেয়ে বাবার কাছে চিঠি. টাকা চাহিয়া পিতার নিকট পত্র.
Letter to Father asking for money in Bengali টাকা চাহিয়া পিতার নিকট পত্র
১২৪ ডি কমলা নগর।
নূতন দিল্লী-৭
শ্রীচরণেষু বাবা,
আশাকরি এই চিঠি যখন তােমার কাছে পৌছাবে তখন, সব কুশলে থাকবে।
আমি সম্পূর্ণ মনযােগের সহিত পড়া লেখা করছি। আমাদের স্কুলে এখন পুরাে দমে পড়াশােনা চলছে। প্রত্যেক শিক্ষক প্রচুর গৃহের কাজ দেন এবং প্রতিদিন দেখেন।।
আমাদের শিক্ষকগণ কিছু বই কিনতে বলেছেন। আমাদের ইংরাজীর শিক্ষক একটি অক্সফোর্ড ডিকশনারি এবং একটা কমপােজিশান বই কিনতে বলেছেন। আমি সম্প্রতি নির্গত কলেজ প্রবন্ধের উপরেও একটা বই কিনব বলে ঠিক করেছি। আমাদের ইতিহাস ও ভূগােলের শিক্ষক একটি করে মানচিত্রের বই এবং একটি ভারতের বড় মানচিত্র কিনতে বলেছে। এছাড়াও আমাকে কিছু খাতা, ভালাে পেন পেনসিল কিনতে হবে।
দয়া করে ম্যানিওর্ডারের সাহায্যে আমাকে ১০০০ টাকা পাঠাও। বাবা আমি তােমার পাঠানাে প্রতিটি দ্রব্যের সঠিক ব্যবহার করব। আমার প্রতি এই ভরসা রাখতে পার।
মাকে আমার প্রণাম জানিও আর রবিকে ভালােবাসা।
ইতি
তােমার ছেলে
yoo good one sir
ReplyDelete