Letter to Friend congratulating on his success in the Exam in Benagli Language : আপনার বন্ধুকে পরীক্ষায় সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে চিঠি.
Benagli Letter to Friend congratulating on his success in Exam
১৫ হর্ণবাই রােড
মুম্বাই
এপ্রিল ৩, ২০০...
প্রিয় অনিল
এই বছরতােমার সিনিয়ার সেকেন্ডারি এক্সামিনেশানের সাফল্য এক বিরাট আনন্দের খবর। তুমি প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে জানতে পেরে খুবই খুশী হলাম। তােমার এই অবিস্মরণীয় সাফল্যের জন্য আমি তােমাকে অভিনন্দন জানাচ্ছি। এই খবর পেয়ে আমার বাড়ির প্রত্যেকে খুবই খুশী।
কাকু এবং কাকিমাকে আমার প্রণাম জানিও। মিনাকে আমার ভালােবাসা দিও। তােমার উত্তেরর আশায় রইলাম।
ইতি
তােমার ভালবাসার
রমেশ