Complaint Letter to Police Station in Bengali Language : In thir letter we are provifing থানায় অভিযোগ পত্র লেখার নমুনা. একটা চুরির ঘটনা জানানাের জন্য পুলিশের তত্বাবধায়ককে একটা চিঠি. Bengali Complaint Letter to Police Station.
Complaint Letter to Police Station in Bengali থানায় অভিযোগ পত্র লেখার নমুনা
পুলিশের তত্ত্বাবধায়ক মহাশয়ের সমীপেষু
জেলা-দক্ষিণ দিল্লী।
পার্লামেন্টে স্ট্রিট
নূতন দিল্লী-১১০০০১
মহাশয়
তিন দিন আগে আমাদের এখানে একটা চুরি হয়েছে আমি সে সম্পর্কে একটা রিপাের্ট লিখাতে চাই। সেটা ছিল রবিবার এবং আমরা সেদিন আমাদের এক আত্মীয়ের ছেলের অন্নপ্রাশনে আমন্ত্রিত হয়ে মতিবাগে গেছিলাম। সম্পূর্ণ দিন আমরা সেখানেই অতিবাহিত করি।
বাড়ি ফিতে ফিরতে অনেক রাত হয়েছিল। আমাদের ঘরের সমস্ত তালা ভাঙা দেখে আমরা খুবই ভয় পেয়ে গেছিলাম। আগেরদিন আমি আলমারিতে ১৫০০০ টাকা রেখেছিলাম, সেটা চুরি হয়ে গেছে। এছাড়াও দুটি নূতন শার্ট, একটা নূতন উলের প্যান্ট, একটি সিডি প্লেয়ার এবং একটা ঘড়ি চুরি গেছে।
আমার বাড়ী থেকে কুড়ি হাত দূরে পুলিশ পোেস্ট তাই চোর কিভাবে চুরি করার সাহস পেল আমি তা ভেবেই অবাক হয়ে যাচ্ছি। সঙ্গে সঙ্গে আমি স্থায়ী পুলিশ চৌকিতে রিপাের্ট লিখিয়েছি।
কিন্তু দুর্ভাগ্যবশত পুলিশ এখনও পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করেনি। আমার সন্দেহ এর সাথে একজন পুলিশও যুক্ত আছে।
আশা করব আপনি আমাকে হতাশ করবেন না, এবং এই ব্যাপারে শীঘ্রই কোন পদক্ষেপ গ্রহণ করবেন।
ধন্যবাদের সহিত
বি-৯৯ কিদবাঈ নগর
আপনার অনুগত ডি.পি. সিংহ
নূতন দিল্লী-১১০০০৩
Great
ReplyDelete