Short Essay on An Accident I Witnessed in Bengali Language: In this article, we are providing একটি দুর্ঘটনা রচনা for students. Ekti Durghatna Essay in Bengali.
Bengali Essay on "An Accident I Witnessed", "একটি দুর্ঘটনা রচনা" for Class 5, 6, 7, 8, 9 & 10
সেটা একটা সুন্দর রৌদ্রোজ্জ্বল শীতের দিন। আমরা চেন্নাই গেছিলাম এবং আমার সম্পূর্ণ নজর ছিল সমুদ্রের প্রতি। আমরা প্রথমেই সমুদ্রে তটে উপস্থিত হই। আমরা একটা নৌকাতে চেপে সমুদ্রের দিকে চলে যাই। সেখানে অনেকেই নৌকা চড়ছিল এবং মাছ ধরছিল। সেখানে কিছু মােটর লাগানাে নৌকাও ছিল। হঠাৎ করে একটা মােটর লাগানাে নৌকা খুব দ্রুতগতিতে আমাদের নৌকার সামনে এসে যায়। ফলে জলে প্রচণ্ড তরঙ্গের সৃষ্টি হয়। নৌকাটির একটা দিক বেঁকে যায় এবং সেটা জলে ডুবতে শুরু করে। ছয় জন জেলের মধ্যে চারজন রক্ষা পেলেও আর দুজনকে খুঁজে পাওয়া যায়নি। হয়তাে তারা সমদ্রের জলে তলিয়ে গেছিল। এই দুর্ঘটনা। দেখার পর সমুদ্রের প্রতি আমার একটা ভয় সৃষ্টি হয়েছে। আমি খুবই ভয় পেয়ে যাই এবং আমরা কিনারায় চলে আসি। সেই দিন থেকে সমুদ্রও মােটর লাগানাে নৌকার প্রতি আমার ভয় সৃষ্টি হয়ে গেছে। সমুদ্র বা মােটর লাগানাে নৌকা দেখলেই এই দুর্ঘটনা আমার চোখের সামনে ভেসে ওঠে।
0 comments: