Invitation letter to Friend in Bengali Language: In this article er are providing বনভোজনের আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে পত্র. একটা পাহাড়ি অঞ্চলে ঘুরতে যাওয়ার জন্য বন্ধুকে আমন্ত্রণ জানিয়ে চিঠি লেখ. প্রিয় চঁাদ আশাকরি যে এই চিঠি যখন তােমার হাতে পৌঁছাবে তখন তুমি কুশলেই থাকবে। দীর্ঘকাল যাবৎ তুমি আমাকে একটা লাইনও লিখে পাঠাও নি। এই দীর্ঘকালীন নিস্তব্ধতার কারণ আমার জানা নেই।Bengali Invitation letter to Friend.
Invitation letter to Friend in Bengali Language: In this article er are providing বনভোজনের আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে পত্র. একটা পাহাড়ি অঞ্চলে ঘুরতে যাওয়ার জন্য বন্ধুকে আমন্ত্রণ জানিয়ে চিঠি লেখ.
Invitation letter to Friend in Bengali বনভোজনের আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে পত্র
প্রিমরােজ কার্ট রােড
দার্জিলিং
আগস্ট ১, ২০০...
প্রিয় চঁাদ
আশাকরি যে এই চিঠি যখন তােমার হাতে পৌঁছাবে তখন তুমি কুশলেই থাকবে। দীর্ঘকাল যাবৎ তুমি আমাকে একটা লাইনও লিখে পাঠাও নি। এই দীর্ঘকালীন নিস্তব্ধতার কারণ আমার জানা নেই।
গ্রীষ্মের সময় দার্জিলিং-এর রূপ যে কি হয় সে সম্পর্কে তুমি ওয়াকিবহাল। এখন এখানে প্রতিদিনই ভারতের বিভিন্ন প্রান্ত্রে লােক এবং বিদেশের বহু লােকের সমাগম ঘটে। এখানকার সমস্ত কিছুর মধ্যেই একটা পরিপাট্যতা লক্ষ করা যায়।
তুমি জানাে যে হিমালয়ের ঠিক কেন্দ্রে দার্জিলিং অবস্থিত। এটি একটি দর্শণীয় স্থান, বিশেষ করে গরমকালে এই স্থানে ঘুরতে খুবই ভালাে লাগে। গরম কালে দার্জিলিং-এ প্রচুর প্রদর্শনী এবং মেলা দেখা যায়। এর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এটিকে পাহাড়ি অঞ্চলের রাণী বলা যায়। দীর্ঘাকৃতির পাইন গাছ, পাহাড় ঘিরে অবস্থিত সবুজের আচ্ছাদন, সুন্দর ঝিল, সবুজ ঘাসে ভরা পার্ক, তৃণভূমি এবং বাগান, স্বচ্ছ জল প্রপাত এবং বসন্তের আগমনে স্থানটিকে একটা স্বর্গীয় মহিমা প্রদান করে।
এই সময়টিতে দার্জিলিং ব্যস্ত শহরে পরিণত হয়। সন্ধ্যাবেলা বহু পরিব্রাজক বিভিন্ন রং-এর এবং বিভিন্ন ধরনের পােশাক পরে ম্যালে ঘুরে বেড়ায়।
এই সময় এখানে বিভিন্ন সমাজের মানুষ, নাচের দল এবং গানের দলের ভিড় দেখা যায়। এমনকি ২০০... সালের ২০শে আগস্ট এখানে হেমামালিনীও নাচ করতে এসেছিলেন, তিনি ভারতের স্বনামধন্য শিল্পী। এছাড়াও বিনােদনের বিভিন্ন ব্যবস্থা করা হয়ে থাকে।
এই মাসেই ওখানে ঘুরতে যাওয়ার জন্য আমন্ত্রণ করছি। দার্জিলিংএ ঘুরতে গেলে আমরা আমাদের ধরা বাধা একঘেয়েমি জীবনের হাত থেকেও রেহাই পেতে পারি। দয়া করে তুমি তােমার পরিকল্পনা সম্পর্কে লিখে জানিও। আমি তােমার উত্তরের জন্য অধির আগ্রহে অপেক্ষা করব।
তােমার বাবা-মাকে আমার প্রণাম জানিও।
ইতি
তােমার বন্ধু
কিশাের
COMMENTS