Essay on If I win a lottery in Bengali Language: In this article, we are providing যদি আমি একটা লটারী পেতাম অনুচ্ছেদ রচনা for students. If I win a lottery Essay in Bengali Paragraph.
Bengali Essay on "If I win a lottery", "যদি আমি একটা লটারী পেতাম অনুচ্ছেদ রচনা" for Class 5, 6, 7, 8, 9 & 10
একদিন খবরের কাগজে দেখলাম যে, একজন ভারতীয় ছেলে ইউ.এস.এতে লটারীর মাধ্যমে ৫০,০০০ ইউএস ডলার জিতেছে। খবরটি পড়ে আমি বিস্মিত হয়ে গেছিলাম। সে সত্যিই সৌভাগ্যের অধিকারী, যদি আমিও লটারী চিততাম তবে আমিও ভারতের কয়েকজন ধনী ব্যক্তির একজন হয়ে উঠতে পারতাম। প্রথমেই আমি আমার স্কুলের সকলকে খাওয়ার নিমন্ত্রণ করতাম। তারপর দশ লক্ষ টাকা স্কুলে দান করতাম। আমি নিজের জন্য প্রচুর বই, জামাকাপড় এবং জুতাে কিনতাম। তারপর আমি একটা মারসেডিস গাড়ী ও বাগান বাড়ি কিনতাম। অনেক বেশী টাকা উপার্জন করার জন্য আমি ব্যাঙ্গালােরে একটা বিশাল দোকান কিনতাম, সেখানে বাচ্চাদের চাহিদার বিভিন্ন দ্রব্য পাওয়া যেত। আমি দরিদ্র ও অনাথদের সেবাতেও কিছু টাকা দান করতাম। আমি এই অল্প টাকায় কিভাবে এত কিছু করতাম তাই ভাবছে কি? সত্যিই যদি আমি লটারী পাই তবে আমি নিজের ও আমার দেশবাসীর বিভিন্ন চাহিদা পূরণ করব।