Complaint Letter to Health Officer in Bengali Language : In thir letter we are provifing স্বাস্থ্য আধিকারিককে অভিযোগ পত্র. তুমি যে রাস্তায় বসবাস কর সেখানকার নিকাশি ব্যবস্থা খুবই খারাপ, সে সম্পর্কে হেলথ অফিসারকে একটা পত্র লেখ. Bengali Complaint Letter to Health Officer.
Complaint Letter to Health Officer in Bengali স্বাস্থ্য আধিকারিককে অভিযোগ পত্র
স্বাস্থ্য আধিকারিক মহাশয়
দিল্লীর পৌরসভা
নূতন দিল্লী
মহাশয়,
আমি আপনাকে বিরক্ত করার জন্য খুবই দুঃখিত কিন্তু আমি যে অঞ্চলে বাস করি তার নিকাশি ব্যবস্থা খুবই খারাপ তাই আপনাকে না জানিয়ে পাচ্ছি না।
রাস্তায় ঢােকার সাথে সাথে এমন একটা দুর্গন্ধ নাকে আসে যে সমস্ত শরীর গুলিয়ে ওঠে। রাস্তার স্থানে স্থানে নােংরা আবর্জনার স্তুপ জমে থাকে যার ফলে মশার উৎপাত বৃদ্ধি পেয়েছে। ড্রেনগুলি ধ্বংসের মুখে। ননাংরা আবর্জনা ড্রেন ছাপিয়ে রাস্তাতে পড়ে থাকে। এর ফলে ম্যালেরিয়া এবং কলেরার মতন রােগের পাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে।
গত দু বছর ধরে রাস্তা মেরামতের কোন কাজই হয় নি। রাস্তাগুলিতে বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে। ঝাড়ুদাররাও নিজেদের কাজ ঠিকমতন করে না। তারা বেশীর ভাগ দিন কাজে আসে না। কিছু কিছু মানুষের বাড়িতে গৃহপালিত পশু আছে। সুতরাং পশু ও মানুষের মল মূত্র এদিক ওদিকে পড়ে থাকে। এই রাস্তাটি নরকে পরিণত হয়েছে। আমি এই স্থানের উচ্চ পদস্থ কর্তৃপক্ষের কাছে এই সম্পর্কে একটা চিঠি প্রেরণ করেছি। কিন্তু তিনি একেবারেই দায়িত্বহীন আমার এই অনুরােধের দিকে তাকিয়ে পর্যন্ত দেখেননি।
আমি আপনাকে অনুরােধ করছি যে, শীঘ্র এদিকে তাকাবার চেষ্টা করুন তা না হলে এই অঞ্চলে শীঘ্রই মহামারী দেখা দেবে।
ধন্যবাদের সহিত
ইউ-৩৫, লাজপত নগরআপনার একান্ত অনুগত
নূতন দিল্লী ইন্দু