Essay on A Nightmare
in Bengali Language: In this article, we are providing একটি আতঙ্কিত স্বপ্ন অনুচ্ছেদ রচনা for students. A Nightmare Essay in Bengali Paragraph.
Bengali Essay on "A Nightmare", "একটি আতঙ্কিত স্বপ্ন অনুচ্ছেদ রচনা" for Class 5, 6, 7, 8, 9 & 10
সেটা ছিল একটা অপ্রত্যাশিত লাভ। লটারীর মাধ্যমে আমি প্রথম পুরস্কার জিতে খুবই আনন্দে ছিলাম। কারণ আমি বিনামূল্যে ইউএসএর ডিসনি ল্যান্ডে ঘােরার সুযােগ পেয়েছিলাম। আমি একটি জ্যাম্ব জেট ভাড়া করি এবং সেটার সাহায্যে আমি খুব দ্রুতই উপরের দিকে উঠতে থাকি। কিন্তু ধীরে ধীরে আমার রক্ত জল হয়ে আসছিল কারণ এটি আমাকে উঁচুর থেকে উঁচুতে নিয়ে যাচ্ছিল। আমি খুবই ভয় পেয়ে গেছিলাম। একটা প্লেন পথভ্রষ্ট হয়ে গেছিল এবং আমার জাম্ব জেটটি একটা সাটালাইটের সাথে ধাক্কা খায়, সেটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং আমি নিচের দিকে পড়তে থাকি। হঠাৎ আমার চোখ গেল একটা বিশাল পাখীর দিকে, সেটি অনেকটা হেলিকপ্টারের মতন বড়। আমি তার পাখনাটা ধরে ফেলতে সক্ষম হই। কিছুক্ষণ বাদে পাখিটি একটা জাহাজের উপর এসে বসে আমিও জাহাজের পাটাতনে দাঁড়িয়ে ভাবলাম আমার জীবন বেঁচে গেছে, কিন্তু তা সম্ভব হল কারণ হঠাৎ করে একটা বিস্ফোরণ হয় এবং জাহাজটা ভেঙে টুকরাে টুকরাে হয়ে যায়। আমি সাঁতরিয়ে আমার জীবন বাঁচানাের চেষ্টা করছিলাম কিন্তু তখন আমি গভীর সমুদ্রের মধ্যেখানে, সেখানে ছিল বড় বড় হাঙর এবং তিমি। আমি প্রচণ্ড ভয় পেয়ে মা, মা বলে চিৎকার করে উঠি। আমার চীৎকার মার কানে গিয়ে পৌঁছেছিল এবং তিনি আমাকে ডেকে তুলে কি হয়েছে জিজ্ঞাসা করেন। এটা শুধুমাত্র একটা আতঙ্কিত স্বপ্ন ছিল ভেবে আমি খুবই খুশী হয়েছিলাম।