Three Little Pigs Story in Bengali তিনটি ছোট শূকরছানা গল্প বাংলা

Admin
0
Three Little Pigs Story in Bengali Language: In this article, we are providing তিনটি ছোট শূকরছানা গল্প বাংলা for students. Three Little Pigs Story Bangla.

Three Little Pigs Story in Bengali তিনটি ছোট শূকরছানা গল্প বাংলা

একদা সেখানেও একটা মা শূকর বাস করত, একদিন সে তার তিন সন্তানকে ডেকে বলে যে এখন থেকে তাদের ভবিষ্যৎ তাদেরকেই ঠিক করতে হবে। সে তাদের সতর্ক করে দিয়ে বলে প্রত্যেককেই সুরক্ষিত থাকার জন্য একটা করে বাড়ি তৈরি করতে হবে। 
প্রথম ছােট্ট শূকর সাথে খড়কুটা নিয়ে যাওয়া লােকের সাথে দেখা হয়। সে এই মানুষটির কাছে কি খড়কুটা চায় এবং নিজের জন্য খড় দিয়ে একটা বাড়ী তৈরী করে। কিছুদিন বাদে তার কাছে একটা নেকড় এসে তার দরজা ধাক্কায় এবং বলে – “ছােট্ট শূকর, ছােট্ট শূকর আমাকে ভেতরে আসতে দাও। চত্তরে প্রথম শূকর প্রথম শূকোরটি তােমার প্রবেশের জন্য একচুলও জায়গা দে না।”
এরপর নেকড়ে বলে “আমি কিন্তু এখন রেগে যাচ্ছি এবং আমি তােমার বাড়ী খুব জোরে জোরে নাড়তে শুরু করব।”
সত্যিই নেকড়েটি রেগে গিয়ে বাড়ী ধরে নাড়তে তাকে এবং বাড়ীটি ভেঙ্গে পড়ে যায়। 
প্রথম ছােট্ট শূকরটি তার বাড়িতে সুরক্ষিত ছিল না। দ্বিতীয় শুকরটির সাথে এমন এক ব্যক্তির দেখা হয় যার কাছে প্রচুর পরিমানে লাঠি ছিল। সে ঠিক করে যে নিজের বাড়িটি লাঠি দিয়েই তৈরি করবে।
এখানেও নেকড়েটি আসে এবং তার দরজাতে ধাক্কা দেয় এবং বলে ‘ছােট্ট শুকোর, ছােট্ট শুকোর, আমাকে তােমার ঘরে ঢুকতে দাও।
দ্বিতীয় শুকোর ছানাটি বলে আমি তােমার প্রবেশের জন্য একচুলও জায়গা দেব না।
‘আমি কিন্তু এবার রেগে যাচ্ছি এবং আমি তােমার বাড়ি ভেঙে দেব। এবং সত্যিই নেকড়েটি তর্জন গর্জন সুরু করে লাঠির তৈরি বাড়িটি ভেঙে পড়ে যায়। দ্বিতীয় শূকর ছানাটিও তার বাড়িতে সুরক্ষিত ছিল না।
তৃতীয় শুকোরটির সাথে যে মানুষটির দেখা হল তার কাছে প্রচুর ইট ছিল। সে তাকে কিছু ইট দেয় এবং একটি শক্তপােক্ত ছােট্ট ঘর তৈরি করে দেয়। কিছুক্ষণ বাদেই দুষ্টু নেকড়ে এসে উপস্থিত হয় এবং দরজা ধাকে বলে ‘ছােট্ট শূকোর, ছােট্ট শূকোর আমাকে ভেতরে আসতে দাও।
তৃতীয় শুকর ছানা তার জবাবে বলে আমি তােমার প্রবেশের জন্য এক চুলও জায়গা দেব না।
তখন নেকড়েটি বলে এবার আমি খুবই রেগে যাচ্ছি এবং আমি তােমার বাড়ি ভেঙে দেব’ সুতরাং সে বারংবার বাড়িটি ধরে নারবার চেষ্টা করে কিন্তু শক্তপােক্ত ইটের বাড়িটিকে সে ভাঙতে পারে না।
যখন সে দেখে যে বাড়িটি একই রকম রয়ে গেছে তখন সে তার সমস্ত রকম চেষ্টা ত্যাগ করে। সে খানিকক্ষণ চুপচাপ বসে থাকে এবং কিভাবে এই ছােট্ট শূকোরকে তার ফাঁদে ফেলা যায় তার চিন্তা করতে থাকে, কারণ সে তার খাদ্য হিসাবে একটা হৃষ্টপুষ্ট শুকোর খুঁজছিল। তারপর তার মাথায় একটা বুদ্ধি খেলে।
.সে শূকোরকে ডেকে বলে বন্ধু, আমার সাথে কৃষক শ্মীথের শালগমের ক্ষেতে যাবে? আমি শুনেছি সেখানে খুব ভালাে শালগম হয়েছে। আমি আগামীকাল সকাল ছটায় তােমার কাছে এসে যাব।
ছােট্ট শূকোর তার কথায় সম্মতি দিয়ে বলে ঠিক আছে কিন্তু চালাক শূকোর ভাের পাঁচটায় উঠে স্মীথের ক্ষেতে চলে যায় যতটা শালগম তার পক্ষে বয়ে আনা সম্ভব ততটা নিয়ে বাড়ি চলে আসে। ছয়টার সময় যখন নেকড়ের আসার কথা ছিল তখন সে বাড়ি ফিরে আসে।
ছােট্ট শূকোর তার সাথে চালাকি করেছে দেখে নেকড়েটি খুবই রেগে যায় কিন্তু সে তা প্রকাশ করে না। তারপরে সে অতি নম্রভাবে বলে বন্ধু শূকোর আমি দেখলাম পাহাড়ের একটু উপরেই একটা আপেল গাছে খুব ভালাে আপেল ধরেছে। তার শাখাপ্রশাখাগুলি সুস্বাদু পাকা আপেলে পূর্ণ। আমি কাল পাঁচটায় তােমার কাছে আসব তুমি অবশ্যই আমার জন্য অপেক্ষা কর।
ছােট্ট শূকোর অবশ্যই অন্যকোন ফন্দি আঁটছিল। সে চারটের সময় উঠে আপেলের গাছের উদ্দেশ্যে রওনা দেয় এবং ভেবেছিল যে নেকড়ে আসার আগেই বাড়ি ফিরে আসবে। কিন্তু সেই সময় সে এমন এক গাছের উপরে ছিল যে সেখান থেকে নিচে নামা তার পক্ষে অসুবিধা জনক হয়ে উঠেছিল।
নেকড়েটি ছােট্ট শূকরের বাড়িতে এসে বুঝতে পারে যে সে পুনরায় তার সাথে চালাকি করেছে, এবং সে খুবই রেগে যায়। সে ঠিক করে যে যেভাবেই হােক সে আপেল গাছের ওখানে পৌছাবে। নেকড়েটি দেখে সে শুকোরটি নীচে নামার চেষ্টা করছে এবং সে তাকে সেখানে দেখতে পেয়ে খুবই খুশী হয়।
নেকড়েটি তার জিভটি চেটে নিয়ে বলে সুপ্রভাত শূকর, আমি তােমাকে এখানে দেখতে পেয়ে খুবই খুশী হয়েছি। আপেল গুলি সুস্বাদু কিনা বল ?
উত্তরে শুকোর বলে আমি একটা তােমার জন্য ফেলছি এবং সে এমন করে আপেল ছেড়ে যাতে সেটা পাহাড় দিয়ে গড়িয়ে যায়। নেকড়েটি যখন তা পাওয়ার জন্য ছুটতে থাকে তখন শুকরটি নিচে নেমে যত দ্রুত সম্ভব বাড়ির উদ্দেশ্যে ছুটতে শুরু করে। বাড়ি ফিরে সে আপেল দিয়ে সুস্বাদু পিঠে তৈরি করে মনের সুখে খায়।। 
পরের দিন নেকড়েটি আবার আসে। সে শূকোরকে বাড়ি থেকে বার করার জন্য আর একটি পথ খুঁজে বার করে। 
সে বলে বন্ধু, আজকে বিকেলে আমার সাথে মেলায় ঘুরতে যাবে?
শূকোরটি আনন্দের সাথে বলে আমি মেলা দেখতে খুবই ভালােবাসি, তুমি কখন আসবে? 
নেকড়েটি বলে তাহলে আমি ঠিক তিনটের সময় চলে আসব। ছােট্ট শূকরটি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে এবং মেলা দেখতে বেরিয়ে যায়। সেখানে তার সময় খুব সুন্দরভাবে কেটে যায়। সে মনের সুখে ফুল দেখে, কিছু লজেন্স খায় এবং বর্ষার জল ধরে রাখার জন্য একটা পিপা কেনে।
সে যখন তার পিপাটা নিয়ে বাড়ি ফিরছিল তখন দেখে যে নেকড়ে একা একা তার সাথে দেখা করার উদ্দেশ্যে যাচ্ছে।
শূকরটি আত্মগােপন করার জন্য পিপার মধ্যে ঢুকে পড়ে এবং পিপাটি গড়াতে শুরু করে। এটি গড়িয়ে পাহাড়ের উপর থেকে পড়তে থাকে। পাহাড়ের গা বেয়ে একটা পিপা পড়তে দেখে নেকড়েটি খুবই ভয় পেয়ে যায় এবং সে বাড়ির দিকে দৌড় লাগায়।
এই দিনই খানিকবাদে নেকড়ে শুকোরের বাড়িতে আসে এবং কিরকম আশ্চর্যজনক ভাবে পিপাটা গড়িয়ে পড়ছিল সে সম্পর্কে বর্ণনা দিতে থাকে। ছােট্ট শুকোরটি হেসে ফেলে এবং বলে যে ওটা শুধুমাত্র একটা পিপা ছিল তার ভেতর একটা ছােট্ট শূকোরও ছিল।
এই বৃহৎ আকৃতির দুষ্টু নেকড়েটির এই হাসি একদম পছন্দ হয় না এবং সে খুবই রেগে যায়। ছােট্ট শূকোরটি তার সাথে প্রতারণা করেছে এবং সে এখনও পর্যন্ত কিছু খেতে পায়নি।
সে বলে শূকোর, আমি তােমার বুদ্ধি দেখে দেখে ক্লান্ত, এখন আমি তােমাকে খেতে এসেছি।
কিন্তু সে কোন রকম তর্জন গর্জনও করেনি বা বাড়ি ভাঙারও চেষ্টা করেনি, দুষ্টু নেকড়েটি সােজা শুকোরের বাড়ি ছাদের উপর উঠে যায় এবং সে চিমনির ভিতর দিয়ে ঘরের ভিতর ঢুকতে ঢুকতে বলে ‘ছােট শূকোর ছােট্ট শূকোর, আমি ভেতরে এসে পড়েছি।
একথা শােনার সাথে সাথে ছােট্ট শূকোরটি এক বিশাল পাত্রে জল নিয়ে তা আগুনের উপর বসিয়ে দেয়।
বড়, দুষ্টু নেকেড়িটি চিমনি দিয়ে নামতে গিয়ে এই গরম জলের পাত্রে পড়ে যায় এবং এখানেই তার জীবনের সমাপ্তি ঘটে।

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !