Essay on If I were the Prime Minister in Bengali Language : In this article, we are providing যদি আমি প্রধান মন্ত্রী হতাম for students. Bengali Essay on If I were the Prime Minister for Class 5, 6, 7, 8, 9 & 10. সাধারণ মানুষেরা কখনই প্রধান মন্ত্রীর অফিস পর্যন্ত পৌছাতে পারে না। ভারতবর্ষের বর্তমান জনসংখ্যা ১০০০ কোটির উপরে। সুতরাং আমার প্রধান মন্ত্রী হওয়ার বিষয়টি ১০০০ কোটি মানুষের উপর নির্ভর করছে।প্রধান মন্ত্রীর কার্য সম্পর্কে আমার নিজস্ব একটা চিন্তাধারা আছে। নিজের চিন্তা ব্যক্ত করার ব্যাপারটি কোন পাপ নয়। যদি ভাগ্য সুপ্রসন্ন হয় তবে আমি পরিস্থিতি অনুসারে নিজের চিন্তাকে বাস্তবায়িত করে দেখিয়ে দেব।
Essay on If I were the Prime Minister in Bengali Language: In this article, we are providing আমি যদি প্রধানমন্ত্রী হতাম রচনা for students. Bengali Essay on If I were the Prime Minister.
Bengali Essay on "If I were the Prime Minister", "আমি যদি প্রধানমন্ত্রী হতাম রচনা" for Class 5, 6, 7, 8, 9 & 10
যদি ইচ্ছা করলেই ঘােড়া পাওয়া যেত, তবে ভিখারীরাও তার পিঠে চেপে ঘুরে বেড়াত। আমার ক্ষেত্রেও অন্য রকম কোন ঘটনা ঘটেনি। আমার চোখে আছে একটা রঙিন স্বপ্ন, যা আমাকে নিজের ছাত্র জীবন সম্পর্কেও ভুলিয়ে দিয়েছে। সাধারণ মানুষেরা কখনই প্রধান মন্ত্রীর অফিস পর্যন্ত পৌছাতে পারে না। ভারতবর্ষের বর্তমান জনসংখ্যা ১০০০ কোটির উপরে। সুতরাং আমার প্রধান মন্ত্রী হওয়ার বিষয়টি ১০০০ কোটি মানুষের উপর নির্ভর করছে।
প্রধান মন্ত্রীর কার্য সম্পর্কে আমার নিজস্ব একটা চিন্তাধারা আছে। নিজের চিন্তা ব্যক্ত করার ব্যাপারটি কোন পাপ নয়। যদি ভাগ্য সুপ্রসন্ন হয় তবে আমি পরিস্থিতি অনুসারে নিজের চিন্তাকে বাস্তবায়িত করে দেখিয়ে দেব।
যে সমস্ত ভারতীয়গণ বৈদেশিক ব্যাঙ্কে বা তাদের কাছে কালাে টাকা সঞ্চিত করে রেখেছে, আমি সর্ব প্রথম সেগুলিকে বাজায়াপ্ত করতে চাই। যখন আমি কোন মানুষকে সামান্য অর্থের জন্য ভিক্ষা করতে বা প্রচুর শ্রম করতে দেখি তখন আমি বেদনা অনুভব করি। এই ভারতই কি গান্ধীজির স্বপ্নের ভারত? এই ভারতীয়রা ট্যাক্স দেয় না এবং কোন গুপ্ত স্থানে তাদের অর্থকে লুকিয়ে রাখে। এই অর্থগুলি চোরা কারবারির ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমরা বৈদেশিক বিনিময়ে কামনা করি এবং এর সাহায্যে আমরা সােনা ও আরাম দায়ক জীবন কামনা করি।
আমি শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ রূপে পরিবর্তিত করতে চাই। যে সমস্ত যুবকদের জন্য আমরা জীবিকা বন্দোবস্ত করে দিতে পারি না, আমি তাদের জন্য একটা দল গড়ে তুলতে চাই। কারণ বেকারত্ব তাদেরকে বিষাদগ্রস্থ করে তােলে এবং যার ফলে তারা বিভিন্ন রকম অসামাজিক কাজে জড়িয়ে যায়। তারা নির্দোষ মানুষদের হত্যা করে এবং তাদের সম্পত্তিও বাড়ীঘর জ্বালিয়ে দেয়। আমাদেরকে ছাত্রদের সঠিক পথে চালিত করতে হবে এবং তাদেরকে স্কুল নামক কারখানায় সঠিকভাবে গড়ে তুলতে হবে। তারা যাতে স্কুলের গবেষণাগারকে সঠিক ভাবে ব্যবহার করতে পারে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। ছােট বাচ্চাদের দিয়ে কিছু খেলনা, পেন, ঘড়ি এবং ইলেকট্রনিক দ্রব্য প্রস্তুত করা হবে, এগুলি বাজারে বিক্রী করা হবে। এই কঠোর পরিশ্রম তাদের মধ্যে আত্ম বিশ্বাসের জন্ম দেবে যার সাহায্যে তারা আত্মবিশ্বাস অর্জন করতে পারবে এবং দৃঢ় পদক্ষেপের সাহায্যে জীবনের পথ চলতে শিখবে। তারা নিজদেরকে দেশের প্রকৃত নাগরিক করে গড়ে তুলতে পারবে। ছাত্রদের জন্য সকালের স্কুল এবং নৈশ্যকালীন স্কুলের ব্যবস্থা রাখা প্রয়ােজন। রাজনৈতিকবিদেরাই সমস্ত দেশটাকে দূষিত করে তুলেছে। তারা জাতি, ধর্ম এবং বর্ণের দোহাই দিয়ে ভােট আদায় করে। তারা বিভিন্ন জাতির মধ্যে যুদ্ধ বাধিয়ে দেয়। ধর্ম মানুষের ব্যক্তিগত সম্পত্তি, সেটিকে কখনই নির্বাচন ক্ষেত্রের হাতিয়ার হিসাবে গড়ে তােলা উচিত নয়।
আমি প্রতিবেশী দেশগুলির সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাইব। যদি আমেরিকা এবং কানাডা প্রতিবেশীদের জন্য তাদের পথ খুলে দিতে পারে তবে আমরা চীন ও পাকিস্তানের ক্ষেত্রে এই একই মনােভাব কেন দেখাব না?
আমি প্রতিটি দেশকে ভারতে খেলতে আসার জন্য আহ্বান জানাবাে এবং প্রতিটি দেশে আমাদের দলগুলিকেও খেলতে পাঠাব। আমি সমস্ত দেশের সঙ্গে শক্তি ও মৈত্রীর বন্ধন গড়ে তােলার জন্য বুলেটের পরিবর্তে বলের সাহায্য নেব। কোন দেশকে ভারতীয়রা যাতে ব্যঙ্গ না করে আমি সেদিকে কঠোর দৃষ্টি দেব এবং অপর দেশের কাছেও এই একই মনােভাব আশা করব। যুদ্ধের অস্ত্রশস্ত্র কেনার জন্য খুব কম টাকা ব্যয় করা হবে, পরিবর্তে দুঃস্থ ও গরিবদের সেবায় অনেক বেশী অর্থ ব্যয় করা হবে। আমি ভারতবর্ষকে পৃথিবীর স্বর্গে পরিণত করতে চাই।
COMMENTS